নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। ভোর ৫:৩৯। ১৮ মে, ২০২৫।

সাবেক এমপি জেবুননেসা আফরোজ ঢাকায় গ্রেপ্তার

মে ১৭, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুননেসা আফরোজকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) তাকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  উপদেষ্টা মাহফুজের মাথায় জবি শিক্ষার্থীদের বোতল নিক্ষেপ

শনিবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলশান বিভাগে তার বিরুদ্ধে মামলা আছে। আমরা সেখানে তাকে হস্তান্তর করেছি।

২০১৪ সালের ৯ এপ্রিল শওকত হোসেন হিরনের মৃত্যুতে বরিশাল-৫ আসন শূন্য হলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেবুননেসা অংশ নিয়ে বিজয়ী হন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল আরব আমিরাত

আওয়ামী লীগ সরকারের সময় ১০ম জাতীয় সংসদে জেবুননেসা এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্বামী শওকত হোসেন হিরন একই আসন থেকে এর আগে সংসদ সদস্য ছিলেন। হিরন ছিলেন বরিশাল মহনগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।