নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ৬:৪৭। ১৮ মে, ২০২৫।

নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ চেয়ে বিএনপির স্মারকলিপি প্রদান

মে ১৭, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপরাধীদের গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে আরএমপি কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার দুপুর ১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরে উপস্থিত হয়ে পুলিশ কমিশনারের হাতে স্মারকলিপি তুলে দেন তারা। স্মারকলিপিতে নগরীতে ক্রমবর্ধমান অপরাধ, কিশোর গ্যাং, যৌন হয়রানি, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহারে উদ্বেগ প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “রাজশাহীতে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। অভিযুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, মাদকের বিস্তার বেড়েছে এবং শহরে খুন, ছিনতাই ও ইভ টিজিংয়ের ঘটনা বেড়েই চলেছে।”

তারা পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “সকল মামলার আসামি ও অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। বিশেষ করে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিকের ভেতর থেকে স্টাফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্মারকলিপিতে যুবদল নেতা রুহুল আমিন বাবলুর বাসায় অগ্নিসংযোগ, গুলি ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। এতে বলা হয়, অভিযুক্তরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। বাবলু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  কোথায় আত্মগোপনে ছিলেন মমতাজ, যা জানা গেল

এছাড়া, কিশোর গ্যাং ও ইভটিজারদের তালিকা করে অভিযান পরিচালনা, রাত্রিকালীন টহল জোরদার এবং কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম পুনর্গঠন ও সক্রিয় করার আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।