নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। ভোর ৫:১৭। ১৯ মে, ২০২৫।

লাহোরের একাদশে সাকিব, জানা গেল খেলা শুরুর নতুন সময়

মে ১৮, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : লম্বা সময় পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে আবারো ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের জার্সিতে আজ অভিষেক হচ্ছে এই বাংলাদেশি অলরাউন্ডারের।

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পেশোয়ার জালমি। ফলে টস হেরে আগে ব্যাটিং করবে লাহোর কালান্দার্স। একাদশে রয়েছেন সাকিব আল হাসান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টা ৫০ মিনিটে।

আরও পড়ুনঃ  পাকিস্তান সফর নিয়ে বিসিবিকে সরকারের সবুজ সঙ্কেত

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। সময় নষ্ট হওয়ায় ম্যাচের প্রতি ইনিংস হবে ১৩ ওভারে। তিনজন বোলার সর্বোচ্চ ৩ ওভার বোলিং করতে পারবেন আর দুজন বোলার করতে পারবেন দুই ওভার করে। এ ছাড়া ১-৪ ওভার রাখা হয়েছে পাওয়ার প্লে।

আরও পড়ুনঃ  কানে বাঙালি সাজে বর্ষা, বললেন— ভিনদেশিরাও প্রশংসা করেছে

বর্তমানে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে লাহোর। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পেশোয়ার আছে পাঁচ নম্বরে। এই ম্যাচ জিততে পারলে ১১ পয়েন্ট নিয়ে পিএসএলের সেরা চারে জায়গা করে নেবে সাকিবের লাহোর। বিপরীতে এই ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বাবর আজমের পেশোয়ার।

আরও পড়ুনঃ  জবি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ শুরু

লাহোর একাদশ-
ফখর জামান, মুহাম্মদ নাইম, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা, সিকান্দার রাজা, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি, সালমান মির্জা, জামান খান, হারিস রউফ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।