নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। ভোর ৫:০৯। ২০ মে, ২০২৫।

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের মুখে চুনকালি ও জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ

মে ১৯, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৭০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বৃদ্ধকে ধরে মুখে চুনকালি ও গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ সোমবার (১৯ মে) উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটির দাদি বলেন, ‘আজ সোমবার সকালে আমার নাতনি বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে আব্দুস সাত্তার আমার নাতনিকে বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে সে অনেক চিৎকার ও ধস্তাধস্তি করে। একপর্যায়ে বৃদ্ধ সাত্তার আমার নাতনিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

আরও পড়ুনঃ  জয়শঙ্করের মতো পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তার জন্য হুমকি: রাহুল গান্ধী

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর সাত্তার পালিয়ে বিলের একটি পুকুর পাড়ের ঘরে লুকিয়ে ছিলেন। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে বিল থেকে ধরে নিয়ে আসে। পরে স্থানীয় নারীরা বৃদ্ধ আব্দুস সাত্তারের মুখে চুনকালি ও জুতার মালা পরিয়ে দেন। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাত্তারকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের গ্রেপ্তার ১৫

আব্দুল বারী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গত বছর তিনি একই গ্রামের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর বিরুদ্ধে এলাকায় নারীঘটিত একাধিক অভিযোগ রয়েছে। আমরা এলাকাবাসী আইনের আওতায় তাঁর শাস্তি দাবি করছি।’

আরও পড়ুনঃ  ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে : বড়াইগ্রামে হেযবুত তওহীদের মানববন্ধন ও বিক্ষোভ

জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘ঘটনাটি শুনেছি। উপজেলার সাঁয়বাড় গ্রাম থেকে অভিযুক্ত এক বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাদী এলে এ ব্যাপারে থানায় মামলা হবে।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।