নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:৪৮। ২১ মে, ২০২৫।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহত ৪৪ : উদ্ধারকারী

মে ২০, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক :  গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মঙ্গলবার ইসরাইলি হামলায় ৪৪ জন নিহত হয়েছে।

গাজা সিটি থেকে এএফপি এ তথ্য জানায়।

আরও পড়ুনঃ  ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস আজ

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, স্থানীয় সময় রাত ১টা থেকে (গ্রিনিচ মান সময় সোমবার ২২০০টায়) গাজা জুড়ে ‘দখলদারদের সংঘটিত নতুন গণহত্যার পর, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো কমপক্ষে ৪৪ জনের মৃতদেহ হাসপাতালে স্থানান্তর করেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ওই হামলায় বেশ কিছু সংখ্যক আহত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।