অনলাইন ডেস্ক : বুধবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, মস্কোসহ বেশ কয়েকটি রাশিয়ান অঞ্চলে ১২ ঘন্টা ধরে ইউক্রেনের ছোড়া ১৫৯টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনগুলো বেশিরভাগই ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ান অঞ্চলগুলোকে লক্ষ্য করে এবং মঙ্গলবার মস্কো স্থানীয় সময় রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ছোড়া হয়েছিল।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।