নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ১০:৪৮। ২৩ মে, ২০২৫।

‘ঠিক যেন মায়ের মতো’, কানের লাল গালিচায় জাহ্নবী

মে ২১, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে তারকাদের উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কাড়ছে। সত্যজিৎ রায়ের ছবির অভিনেত্রী সিমি গারেওয়াল, শর্মিলা ঠাকুরের পাশাপাশি দেখা মিলেছে উর্বশী রাউতেলারও।

এবার সেই তালিকায় যোগ দিলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। ২০ মে সন্ধ্যায় নিজের আসন্ন ছবি ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর ও বিশাল জেঠওয়াকে নিয়ে লাল গালিচায় হেঁটেছেন তিনি।

এই বিশেষ মুহূর্তে জাহ্নবীর সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীরজ ঘেওয়ান এবং প্রযোজক করণ জোহরও। লাল গালিচায় জাহ্নবীর উজ্জ্বল গোলাপি পোশাকটি শুরু থেকেই সবার নজর কেড়েছে। ফরাসি বিকেলের ম্লান আলো যেন তার মুখের আদলে শ্রীদেবীর ছায়া ফেলেছিল, যা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।

আরও পড়ুনঃ  ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে এনসিপি নেতাকর্মীরা

ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে আলোচনা – প্রথমবার কানের লাল গালিচায় ঘোমটা মাথায় হেঁটে জাহ্নবী যেন তার মা শ্রীদেবীকেই স্মরণ করিয়ে দিয়েছেন। অনেকেই মনে করছেন, এটি হয়তো মায়ের প্রতি তার শ্রদ্ধা। এদিন জাহ্নবীর পরনে ছিল বিখ্যাত ডিজাইনার তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক।

আরও পড়ুনঃ  সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে যা জানালো আইএসপিআর

ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য, আর গলায় ছিল মুক্তোমালা। তবে তার সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ঘোমটা। ঘাগড়া ও করসেটের মতো পোশাকের সঙ্গে পেঁচিয়ে ছিল একটি ওড়না, যার মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ঘোমটার আকার নিয়েছিল – যেন একেবারে ভারতীয় বধূ।

ইনস্টাগ্রামে জাহ্নবীর ছবি প্রকাশের পরপরই অনুরাগীরা মুগ্ধ হয়েছেন। তাদের অনেকেই মেয়ের মধ্যে মায়ের মিল খুঁজে পেয়েছেন। কেউ লিখেছেন, ‘কানের লাল গালিচায় জাহ্নবী যেন তার মা শ্রীদেবীকেই উপস্থাপন করছেন।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শ্রীদেবীর কথা মনে পড়ছে।’

আরও পড়ুনঃ  তানোরে বিষ ও কীটনাশক মুক্ত ফল ও ফসলসহ স্ববজি চাষের লক্ষে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

বর্তমানে জাহ্নবী তার ‘হোমবাউন্ড’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে উত্তর-পূর্ব ভারতের একটি গ্রামের গল্প তুলে ধরা হয়েছে। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হচ্ছে এবং প্রযোজক হিসাবে হলিউডের কিংবদন্তি মার্টিন স্করসেসিও

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।