নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ১১:২৪। ২৩ মে, ২০২৫।

আম পাকাতে কেমিক্যাল ব্যবহার করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মে ২১, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে আম পাকাতে কেমিক্যাল ব্যবহারের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার আহম্মেদপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে এই দন্ড প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা শাখা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

আরও পড়ুনঃ  বাগমারায় আল বায়া এনজিও সংস্থার প্রতারণার শিকার ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বিষয়টি নিশ্চিত করে মো. নাজমুল হাসান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং এর অংশ হিসেবে বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে আজ অভিযান চালানো হয়। এসময় মেসার্স দয়াল ট্রেডার্স আড়তে অপরিপক্ক আমে ইথোফেন নামের ক্যামিকেল মেশানোর সময় হাতেনাতে তা ধরা হয়। এর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৫ ধারা অনুযায়ী আড়তের মালিক শাজাহান আলি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

আরও পড়ুনঃ  বিয়ের দুই মাস না যেতেই নিজের ওড়নায় ঝুললেন কিশোরী নববধূ

অভিযানে জেলা আনসারের ব্যাটালিয়নের একটি চৌকস দল তাকে সহযোগিতা করেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।