স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার মহদিপুর গ্রামের মালোশিয়া প্রবাসী শাহ আলম চঞ্চল এর স্বপ্ন ছিল মালয়েশিয়া গিয়ে পরিবারের ভাগ্য ফেরাবেন। দুর করবেন পরিবারের অস্বচ্ছলতা। কটি দুর্ঘটনায় সেই স্বপ্ন ভেস্তে গেল। লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি।
মৃত্যুর ২১ দিন পর বুধবার (২১ মে-২৫) সকালে নিজ বাড়ীতে লাশ আনা হয়। এসময় মা,বাবা, ভাই বোনসহ আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্নায় এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।
মরহুম শাহ আলম চঞ্চল উপজেলার মনিগ্রাম ইউনিয়্নের মহদিপুর গ্রামের জফির উদ্দিন মৃধার একমাত্র ছেলে। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা সাথী বেগম ও বাবা জফির উদ্দিন।
পরিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর আগে জীবিকার সন্ধানে মালোশিয়া পাড়ি জমান চঞ্চল। প্রবাস জীবন ভালোই চলছিল তার। কিন্তু গত ৩০ এপ্রিল বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮ টায় ভেকু মেশিনের ধাক্কায় মারা যান তিনি। অবশেষে মৃত্যুর ২১ দিন পর মালয়েশিয়ার দূতাবাসের সহযোগিতায় মঙ্গলবার (২০ মে-২৫) সন্ধ্যায় নিহত শাহ আলম চঞ্চল এর লাশ পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে বুধবার সকালে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। চঞ্চলকে শেষ বারের মত দেখতে ভীড় জমায় এলাকার হাজারো নারী-পুরুষ।
পরে সকাল ১০ টায় মরহুমের জানাযার নামাজ শেষে মহদীপুর কবরস্থানে লাশ দাফন করা হয়।