নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৪:৩৯। ২৩ মে, ২০২৫।

বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

মে ২২, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২মে) সকাল ১০টা থেকে বিভাগের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ফোকলোর বিভাগের নামের যৌক্তিক সংস্কার ও পরিবর্ধন করতে হবে, পিএসসি যে সাবজেক্ট কোড তা অন্তর্ভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সুপারিশ করতে হবে, বিভাগের ক্লাস-পরীক্ষার রুটিন যথাসময়ে দিতে হবে এবং এক মাসের ভিতর পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।

আরও পড়ুনঃ  শিবলির সেঞ্চুরিতে আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ বলেন, আমাদের বিভাগের সাবেক ভাইয়েরা চাকরির ক্ষেত্রে নানা সম্মুখীন হচ্ছে। যার ফলে অনেক আগে থেকেই এ দাবি তুলে আসছি। আমরা স্মারক লিপি প্রদান করলে আমাদের শুধু আশ্বস্তই করা হয়েছে। তাদের মাঝে আমাদের দাবি মানার কোনো স্বদিচ্ছা দেখি না। শুধু বিভিন্ন ছলচাতুরী করতে থাকে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বাঘায় অনুষ্ঠিত হলো তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা

আরেক শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ফোকলোর সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যতম একটা বিভাগ হলেও চাকরির বাজারে তেমন সুযোগ সুবিধা পাচ্ছি না। বিভিন্ন বিষয়ে গবেষণা ও রিসার্চ করা হলেও শুধু বিভাগের নামের কারণে বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি। পাশাপাশি বিভাগের যে অভ্যন্তরীণ বিষয় তা দ্রুত সংস্কার করতে হবে। সময়মতো পরীক্ষা ও ফলাফল প্রকাশ করতে হবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে মানুষের মৌলিক স্বাধীনতাকে ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসাইন বলেন, শিক্ষার্থীরা একটা স্মারকলিপি দিয়েছে। যেখানে বিভাগের সংস্কারের কথা বলা হয়েছে। তারা চায় ফোকলোর নামের সাথে অন্যকিছু যুক্ত করতে। তাদের দাবির প্রেক্ষিতে নাম সংযোজন ও বিয়োজনের বিষয়ে গত ২০ তারিখে আমরা একটা একাডেমিক সভাও করি। এ নিয়ে আমাদের আলোচনা চলমান রয়েছে, কিন্তু গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই তারা আজ আন্দোলনের ডাক দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।