নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৪:১৬। ২৩ মে, ২০২৫।

স্যানিটাইজার লাগিয়ে ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন নীতা আম্বানি

মে ২২, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : আইপিএলের চলমান অষ্টাদশ আসরে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প রচনা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে পরাজিত দলটি এক ম্যাচ হাতে রেখে গতকাল (বুধবার) টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই ম্যাচ শেষে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত ছিলেন মুম্বাইয়ের ধনকুবের মালিক নীতা আম্বানি। ওই সময় তিনি মাঠ ছেড়ে আসা ক্রিকেটারদের একে একে স্যানিটাইজার লাগিয়ে দেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে– সম্প্রতি আবারও দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটছে। সেই সতর্কতা থেকেই নীতা আম্বানি স্যানিটাইজারের ব্যবস্থা করেছেন বলে ধারণা করা হচ্ছে। জয় নিয়ে মাঠ ছাড়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের এই কর্ণধার জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদবসহ অন্যদের হাতে স্যানিটাইজার ঢেলে দেন। পরে আরেকটি বোতল নিয়ে সতীর্থদের হাত জীবানুমুক্ত করার কাজে নেমে পড়েন পেসার দীপক চাহার।

আরও পড়ুনঃ  বাংলাদেশ সিরিজে ডাক পেয়েই বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানি ব্যাটার

এ ছাড়া দিল্লিকে হারানোর পরই সমর্থকদের উদ্দেশ্যে নীতা আম্বানি হাত দিয়ে ইশারা করে ৬টি আঙুল দেখান। অর্থাৎ, তার দল যে আইপিএলের ষষ্ঠ ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, সেই বার্তা বুঝতে কারও অসুবিধা হয়নি। এর আগে পাঁচটি শিরোপা জিতে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে আইপিএলের সবচেয়ে দলের তকমা জুটেছে মুম্বাইয়ের। ম্যাচ শেষে মাঠে নেমে রোহিত শর্মার সঙ্গে বেশ জোরেশোরে হাত মেলান নীতা। এরপর তার সঙ্গে কিছু বিষয়ে কথা বলতে দেখা যায়। এই দৃশ্যসহ স্যানিটাইজার লাগানোর দুটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিতকে সঙ্গে নিয়েই নীতা আম্বানি ম্যাচ শেষে ঘরের মাঠ ওয়ানখেড়ের অনেকটাজুড়ে ঘুরে সমর্থকদের অভিবাদনের জবাব দিয়েছেন। ওই সময় রোহিত টেনিস বল উপহার দেন সমর্থকদের। এবারের আইপিএলে শুরুর পাঁচটা ম্যাচের মধ্যে চারটিতেই হারে দলটি, কিন্তু এরপর ৮ ম্যাচের মধ্যে সাতটিতেই তারা জিতে সেরা চারে জায়গা করে নিয়েছে। লিগ পর্বে তাদের শেষ ম্যাচ সোমবার, পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেই ম্যাচ জিতলে শীর্ষ দুইয়ে থেকে লিগপর্ব শেষ করার সুযোগ থাকছে রোহিত-হার্দিকদের সামনে।

আরও পড়ুনঃ  তানোরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন বিষয়ক অবহিত করণ সেমিনার অনুষ্ঠিত

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস অনেক আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। ফলে প্লে অফে ওঠা মুম্বাইয়ের সামনে এখন শিরোপা জয়ের পাশাপাশি নতুন রেকর্ডের হাতছানিও দিচ্ছে। বরাবরই কাপ ভাগ্য সঙ্গ দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। হার্দিক পান্ডিয়াও শেষ চারবার আইপিএলে ক্যাপ্টেন্সি করে তিনবারই দলকে ফাইনালে তুলতে মরিয়া। গুজরাটকে প্রথম দুই আসরে আইপিএলের ফাইনালে তুলে চ্যাম্পিয়ন বানিয়েছেন প্রথমবার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।