নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। ভোর ৫:০০। ২৫ মে, ২০২৫।

বাঘায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মে ২৪, ২০২৫ ৬:০৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : আজ (২৪ মে) সকালে রাজশাহী বাঘা মডেল মসজিদ সম্মেলন কক্ষে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহী এ মতবিনিময় সভা আয়োজন করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ডলি।

প্রধান অতিথির বক্তৃতায় সাবিহা সুলতানা বলেন, বর্তমানে আমরা তথ্যের বন্যার যুগে বসবাস করছি। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে সোশাল মিডিয়ার এলগরিদমের কারণে সামাজিক মাধ্যম নেতিবাচক তথ্য ও গুজব বুস্ট করে আমাদের বেশি সময় সম্পৃক্ত করে রাখছে। অতিরিক্ত গুজবের কারণে আমাদের মাঝে সত্য তথ্যের বিষয়েও অবিশ্বাস তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ঈদুল আজহা : ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি আজ

গুজব প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, যখন কেউ গুজব যাচাই-বাছাই না করে শেয়ার দিচ্ছে তখন আপনারা যদি আপনাদের মিডিয়ার মাধ্যমে সত্য ঘটনা উন্মোচন করে বেশি বেশি প্রচার করেন তাহলে মানুষ সত্য জানতে পারবে। এ সময় সকলকে গুজব প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে: নজরুল ইসলাম খান

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। মূল প্রবন্ধে তিনি গুজবের উপাদান, নিয়ামক এবং গুজব ছড়ানোর বিভিন্ন পদ্ধতি ও সেগুলো যাচাইয়ের কৌশল বিষয়ে আলোকপাত করেন।

আরও পড়ুনঃ  ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহত ৪৪ : উদ্ধারকারী

রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা ও বাঘার গণমাধ্যমকর্মীবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।