নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ৭:২১। ২৫ মে, ২০২৫।

পরেশজি আমাদের সঙ্গে এমনটা কেন করলেন, কাঁদলেন অক্ষয়

মে ২৪, ২০২৫ ৭:৫৪
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’–র তৃতীয় পর্ব নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিনেতা পরেশ রাওয়াল ছবি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতেই তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘ক্যাপ অফ গুড ফিল্মস’।

গত ১৮ মে সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্টের মাধ্যমে পরেশ নিজেই জানিয়েছেন, তিনি আর ‘হেরা ফেরি ৩’-তে থাকছেন না। এরপরেই ‘বাবুরাও’কে আইনি নোটিশ পাঠায় সিনেমাটির প্রযোজনা সংস্থা।

তবে এই ঘটনায় চূড়ান্ত হতাশ পরিচালকের আসনে বসা প্রিয়দর্শনও। তার কথায়, ‘সবে তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম হেরা ফেরি ৩ করব। অক্ষয় তো এতটাই আশাবাদী ছিল যে ফ্র্যাঞ্চাইজির স্বত্বই কিনে নিয়েছে। কয়েকদিন আগেই আইপিএল টিজার ও একটি দৃশ্য আমরা তিনজন একসঙ্গে শ্যুট করলাম। অথচ হঠাৎ করে এমন সিদ্ধান্ত?’

আরও পড়ুনঃ  ব্যবসায়ী হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

প্রিয়দর্শনের আরও বিস্ফোরক দাবি, এই সিদ্ধান্তের কথা নাকি তাকে একবারও জানাননি পরেশ। বরং ফোন করলেও তিনি বার্তা পাঠিয়ে বলেন, “প্লিজ কল করবেন না। এটা আমার সিদ্ধান্ত, আপনার সঙ্গে কোনও সম্পর্ক নেই।”
প্রিয়দর্শনের কথায়, “আমি খুব আহত ও হতবাক। আমরা তো একসঙ্গে ‘ভূত বাংলো’ ছবির শ্যুটিংও করলাম সম্প্রতি! এই সিদ্ধান্তের কথা যদি আগে বলতেন, আমি অন্তত প্রস্তুত থাকতে পারতাম।”

আরও পড়ুনঃ  কাল শনিবারও খোলা থাকছে সরকারি অফিস

অক্ষয়ের প্রতিক্রিয়া জানিয়ে প্রিয়দর্শন বলেন, “পরেশের এই সিদ্ধান্তে অক্ষয়ের চোখে জল এসে গিয়েছিল। সে কান্নাজড়িত কণ্ঠে আমাকে বলেছিল, ‘প্রিয়ন, উনি আমাদের সঙ্গে এটা করছেন কেন?’ এটা খুবই দুঃখজনক। এখন অক্ষয় যে আইনি পদক্ষেপ নিচ্ছে, সেটা একেবারেই তার উপর বর্তানো অন্যায়ের প্রতিক্রিয়া।”

পরেশ যদিও এক সাক্ষাৎকারে বলেছেন, তিনিই প্রথম পরিচালক ও অন্য কলাকুশলীদের নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন। তবে সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন প্রিয়দর্শন। তার স্পষ্ট বক্তব্য, “পরেশ কখনও জানাননি যে ছবিটা ছেড়ে দিচ্ছেন। তার কাছ থেকে আমি শুধু একটা মেসেজ পেয়েছি যে, সে ছবিটা করবে না, কিন্তু আমার প্রতি ওর কোনও রাগ নেই।”

আরও পড়ুনঃ  তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উল্লেখ্য, ২০০০ সালে মুক্তি পেয়েছিল হেরা ফেরি, যার দ্বিতীয় পার্ট এসেছিল ২০০৬-এ। ‘হেরা ফেরি ৩’–এর ঘোষণা হয় ২০২৩ সালে এবং চলতি বছর জানুয়ারিতে নিশ্চিত করা হয় যে এটি পরিচালনা করবেন প্রিয়দর্শন। তবে এখন এই ছবির ভবিষ্যৎ কোন দিকে এগোয়, সেটাই দেখার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।