নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৩:২৮। ২৬ মে, ২০২৫।

রাজশাহীতে জজশীপ ও ম্যাজিস্ট্রেসির হেল্প লাইনে যুক্ত হল নতুন মোবাইল নম্বর

মে ২৫, ২০২৫ ৫:২০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিচারাধীন মামলার তথ্য প্রাপ্তি ও বিচারে সহজ অভিগম্যতার লক্ষ্যে চালু হয়েছে আরও একটি হেল্প লাইন নম্বর। এ উদ্দেশ্যে বাংলাদেশের প্রধান বিচারপতি সিমসহ একটি মোবাইল সেট সরবরাহ করার পর গত ২২ মে ২০২৫ তারিখ দুপুর থেকে নতুন নম্বরটি কার্যকর হয়েছে। হেল্প লাইনের নতুন নম্বরটি হচ্ছে- ০১৩৩৫১৪৫০২৮।

আরও পড়ুনঃ  সিরিজ খেলতে কবে পাকিস্তানে যাবেন লিটন-শান্তরা

রাজশাহী জজশীপ ও ম্যাজিস্ট্রেসির হেল্প লাইনে নতুন নম্বর সংযুক্তি প্রসঙ্গে সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস বলেন, নতুন নম্বরটি সংযোজিত হওয়ায় রাজশাহীতে বিচারাধীন মামলা মোকাদ্দমার সাথে জড়িত ব্যক্তিবর্গ দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় বিচারসেবা ও বিচার সংক্রান্ত তথ্য পেতে সক্ষম হবেন।

আরও পড়ুনঃ  বাগমারায় গ্রাম আদালত বিষয়ক সপ্তাহব্যাপি প্রশিক্ষন শুরু

উল্লেখ্য যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের দ্বারা অনুপ্রাণিত হয়ে রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ বছর ১০ ফেব্রুয়ারি তারিখে ০১৭২৭-৭৪৭২৭১ মোবাইল নম্বর সম্বলিত হেল্পলাইন চালু করেন। এ উদ্যোগের ফলে বিচারপ্রার্থী জনগণ ও বিচার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দেশে বিদেশে যেখানেই অবস্থান করুন না কেন সেখান হতে হেল্প লাইনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার ও বিচার প্রশাসন সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান ও তথ্য পেতে সক্ষম হচ্ছেন।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।