নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১:৫৯। ২৬ মে, ২০২৫।

বাগমারায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধ

মে ২৫, ২০২৫ ৫:২৮
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ভূমি মেলা ২০২৫ উদ্বোধন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার বেলা১১টায় উপজেলা ভূসি অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূমি মেলার উদ্বোধন করেন, বাগমারা উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান।

আরও পড়ুনঃ  বাগমারায় কৌতুহলবশত গলায় ফাঁস: প্রাণ গেল কিশোরের

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন প্রমুখ।

প্রশ্নোত্তর পর্বে নানা প্রশ্নের জবাবে সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান বলেন,ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর সহজতর করা, দালাল মুক্ত নামজারি করা সহ ডিজিটাল ভূমিসেবা সাধারণ জনগনের দোরগোড়ায় পৌছে দিতে সব ধরনের পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

তিনি আরো বলেন,সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের সেবা প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়াও ভূমি অফিসের যেকোন সমস্যার সমাধানে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন বলেও মন্তব্য করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।