নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৪:৪৭। ২৬ মে, ২০২৫।

বাংলাদেশে প্রতি পাঁচ জনে এক জন খাদ্যজনিত অসুস্থতায় ভোগে

মে ২৫, ২০২৫ ৬:১১
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ২০ শতাংশ মানুষ অর্থাৎ প্রতি ৫ জনে ১ জন খাদ্যজনিত অসুস্থতায় ভোগে। উন্নত বিশ্বে এ হার ১০ শতাংশ মাত্র। এদেশে ৪৭ দশমিক ৪ শতাংশ অকাল মৃত্যু অনিরাপদ খাদ্যের কারণে হয়ে থাকে।

রবিবার (২৫ মে) বেলা এগারো’টায় রাজশাহী পিটিআই এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচতেনতামূলক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আরএমপি’র কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আ,ন, ম, নাজিম উদ্দীন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ।

আরও পড়ুনঃ  বিচ্ছেদ জল্পনা মিথ্যা প্রমাণ করতে সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে কানে ঐশ্বরিয়া

অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক অমিতাভ মন্ডল।

কর্মশালায় জানানো হয়, আমাদের অসচেতনতার কারণে আমরা যেমন বাইরের অনিরাপদ খাদ্য গ্রহণ করছি, তেমনই নিজেরাও নিজেদের খাদ্যকে অনিরাপদ করছি। আমাদের আরও সচেতন হতে হবে এবং জনগণের মাঝে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

আরও পড়ুনঃ  সীমান্তে গরু চোরাচালানে সেনাবাহিনী ও বিজিবি পরিচয়দানকারী ২ প্রতারক আটক

অনুষ্ঠানে ঘরে-বাইরে পোড়াতেল পরিহার, রান্নার চার ঘন্টার মধ্যে খাবার ফ্রিজে সংরক্ষণ বা গরম করে রাখা, পশু জবাইয়ের ৪ ঘন্টার মধ্যে মাংস কেনা, খোলা তেল পরিহার, পালিশ করা চাল না খাওয়া, ফ্রিজের তাপমাত্রা পরীক্ষা করা ও সঠিক তাপমাত্রা বজায় রাখা, প্লাস্টিকের বোতলগুলো বার বার ব্যবহার না করা, কাঁচা ও রান্না করা খাবার ফ্রিজের ভিন্ন ভিন্ন ট্রেতে রাখা, পোড়ানো মাংস না খাওয়া, পুরাতন পত্রিকার কাগজে খাবার গ্রহণ না করা, প্লাস্টিকের ওয়ান টাইম কাপে চা বা গরম পানীয় পরিহার করার মতো গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়া হয়।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত

মোড়কজাত খাবার কেনার সময় প্রস্তুতের তারিখ ও মেয়াদোর্ত্তীণের তারিখ দেখে নেওয়ার অনুরোধ করা হয় এসময়।

নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, হোটেল-রেস্তোরার মালিক ও স্ট্রিট ফুড দোকানের মালিকসহ অংশীজনেরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।