নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৩:৪০। ২৬ মে, ২০২৫।

পাকিস্তানের কোচিং স্টাফে যুক্ত হলেন আরো দুই কোচ

মে ২৫, ২০২৫ ৭:০৬
Link Copied!

অনলাইন ডেস্ক : কয়েক দিন আগেই প্রধান কোচ হিসেবে মাইক হেসনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার কোচিং স্টাফে আবারো পরিবর্তন এনেছে তারা। পাকিস্তান তাদের কোচিং স্টাফে নতুন করে যোগ করেছে আরো দুজন কোচ।

পাকিস্তানের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যাশলি নফকে। একইসঙ্গে দেশটির ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে হানিফ মালিককে। পাকিস্তানের একাধিক গণমাধ্যম এ খবর প্রকাশ করছে।

আরও পড়ুনঃ  সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী, হাসপাতালে ভর্তি ২৬

আন্তর্জাতিক পর্যায়ে কোচিংয়ের কোনো অভিজ্ঞতা নেই নফকের। তাকেই এবার পাকিস্তান জাতীয় দলের সঙ্গে যুক্ত করা হলো। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করিয়েছেন তিনি। বিগ ব্যাশ লিগের দল ব্রিসবেন হিটের সঙ্গেও কাজ করেছেন এই কোচ।

আরও পড়ুনঃ  পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য, ডাক পেলেন মিরাজ

এদিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া হানিফও ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়েছেন। বিশেষ করে তরুণ ব্যাটারদের সঙ্গে তার কাজ করার সুনাম আছে। এবার যুক্ত হলেন পাকিস্তান জাতীয় দলের সঙ্গে।

আরও পড়ুনঃ  ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা শোধ না করলে জেল: শ্রম উপদেষ্টা

বর্তমানে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ বেশ অধারাবাহিক। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যাটার থাকলেও তারা রান পাচ্ছেন না। এমন সময়ে দলের দায়িত্ব নেওয়া তার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। তবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই কোচ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।