নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১:২৪। ২৬ মে, ২০২৫।

মান্দায় ভূমি মেলা অনুষ্ঠিত

মে ২৫, ২০২৫ ৭:১৭
Link Copied!

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ও ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ মেলার উদ্বোধন করা হয়। এর আগে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

আরও পড়ুনঃ  উদ্বোধনের অপেক্ষায় সিরাজগঞ্জ তাঁত প্রশিক্ষণ ও বেসিক সেন্টার

সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ মতিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও আব্দুল মতিন মণ্ডল।

আরও পড়ুনঃ  ধ্বংস প্রায় প্রকৃতিকে ফিরিয়ে আনতে হবে: রিজওয়ানা হাসান

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই ধরনের মেলার কোনো বিকল্প নেই। ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পে ১৪০টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে

এ প্রসঙ্গে ইউএনও শাহ আলম মিয়া বলেন, ‘ভূমি সেবা এখন মানুষের খুব সহজলভ্য। সরকার ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি সেবা ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে দৃঢ প্রতিজ্ঞ। এই মেলার মাধ্যমে জনগণের ভূমি সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।