নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ৯:৩৫। ২৬ মে, ২০২৫।

দুর্গাপুরে জমকালো আয়োজনে শুরু হলো ‘ভূমি মেলা ২০২৫’

মে ২৫, ২০২৫ ১১:১৫
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : ভূমি ব্যবস্থাপনায় সচেতনতা ও স্মার্ট সেবা সম্প্রসারণে রাজশাহীর দুর্গাপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’।
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৫ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ। তিনি বলেন, “ভূমি সেবা এখন হাতের মুঠোয়। ঘরে বসেই অনলাইনে খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন করসহ প্রায় সব সেবা নেওয়া সম্ভব। ডিজিটাল সেবায় অংশ নিয়ে আমরা সবাই ভূমিকা রাখতে পারি স্মার্ট বাংলাদেশ গড়ার পথে।”

আরও পড়ুনঃ  বাগমারায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধ

তিনি আরও বলেন, “সরকারি ওয়েবসাইট ও নির্দিষ্ট মেন্যুগুলো ব্যবহার করলেই সহজে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ সেবা গ্রহণে আরও আগ্রহী হওয়া উচিত।”

আরও পড়ুনঃ  ঈদুল আজহা : ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি আজ

উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলায় উপস্থিত ছিলেন—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে-এ-শেফা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রজব আলী, লক্ষণখলসী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইমান আলী, সিংগাহাট ইউনিয়নের নরশাদ আলী, উজানখলসীর হেলাল শেখ, সার্টিফিকেট সহকারী সেবাস্তিন সরেন, নাজির শফিকুল ইসলাম, কম্পিউটার অপারেটর সজিব সরকার, সাইরাত সহকারী সালাউদ্দিন, ও সার্টিফিকেট পেশকার নাহিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

মেলায় ভূমি সেবা গ্রহণের প্রক্রিয়া, অনলাইন কর পরিশোধ, জমির খতিয়ান, নামজারি, ভূমি মানচিত্রসহ আধুনিক প্রযুক্তিনির্ভর নানা বিষয় তুলে ধরা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এ মেলায় অংশ নিয়ে সরাসরি পরামর্শ নিচ্ছেন ও সেবা গ্রহণ করছেন।

আগামী ২৭ মে পর্যন্ত চলবে এই মেলা। আয়োজকদের প্রত্যাশা—এই আয়োজন সাধারণ মানুষের ভূমি-সচেতনতা বাড়াবে এবং স্মার্ট ভূমি সেবার প্রতি আগ্রহ আরও জোরদার করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।