হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি ও উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭মে) সকাল দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি, অপরাধ চিত্র, সামাজিক অপরাধ, বাল্য বিবাহ, মাদক নিয়ন্ত্রন, জুয়া, সন্ত্রসি ও নাশকতা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, বাগমারা মেডিকেলের আবাসিক কর্মকর্তা ডাক্তার শিমুল, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আহসান হাবীব, ইউপি চেয়ারম্যান এ্যাড মনিরুজ্জামান রঞ্জু, মাহমুদুর রহমান মিলন, হাবিবুর রহমান, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা শাসসুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, মহিলা দল নেত্রী অধ্যাপক রিনা ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার, ছাত্র প্রতিনিধি শামিম আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা, আনছার-ভিডিপি কর্মকর্তা নারগিছ আকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ।