নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ২:২৪। ২ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

জুন ২, ২০২৫ ১১:৫৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ মো. আব্দুল মমিন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার আব্দুল মমিন হলেন গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজবাড়ী হাট এলাকার চৈতন্যগ্রামগামী সড়কের হঠাৎপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে আব্দুল মমিনকে গ্রেপ্তারের সময় তার পরিহিত লুঙ্গির কোঁচর থেকে মুখবন্ধ একটি সাদা পলিথিনে রাখা ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ইসরায়েলের বিরুদ্ধে নতুন ‘নৌ অবরোধ’ ঘোষণা ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আব্দুল মমিনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।