নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১২:১৯। ২ জুলাই, ২০২৫।

কাঁচা চামড়া সংরক্ষণ ব্যবস্থা দেখতে সাভার ট্যানারি পরিদর্শন করেছেন আদিলুর

জুন ৯, ২০২৫ ৭:৩৬
Link Copied!

অনলাইন ডেস্ক : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, এ বছর সাভারের বিসিক শিল্প নগরীর ট্যানারিগুলিতে এখন পর্যন্ত সাড়ে ৩ লক্ষের বেশি কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ করা হয়েছে।

তিনি বিসিক সাভারে ট্যানারি মালিকদের সাথে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, তাছাড়া, খুব শীঘ্রই সাড়ে ৭ লক্ষের বেশি কোরবানির পশুর চামড়া ট্যানারিগুলিতে পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে চাকরি মেলা, নিয়োগ পাবেন ২৫০ বেকার

আদিলুর রহমান বলেন, এ বছর সরকার কাঁচা চামড়ার যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার চেষ্টা করেছে এবং বিক্রেতারা কাঁচা চামড়ার সরকার কর্তৃক নির্ধারিত দাম পেতে পারে।

তিনি বলেন, কাঁচা চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের জন্য সরকার ট্যানারিগুলিকে প্রায় ৩০ হাজার মেট্রিক টন লবণ দিয়েছে।

আরও পড়ুনঃ  মুরাদনগরে নারীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

আদিলুর বলেন, বর্তমান সরকার ট্যানারি শিল্পের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। শিল্পের বর্তমান দুর্দশার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে তাদের তলব করেছে।

উপদেষ্টা আরও বলেন, সরকার ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে।
পরে, তিনি কয়েকটি ট্যানারির কাঁচা চামড়া সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  আমরা ফুল গিয়ারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : সিইসি

ট্যানারি সমিতি এবং চামড়া শিল্পের সাথে সম্পর্কিত অন্যান্য সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।