নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সন্ধ্যা ৬:১০। ১ জুলাই, ২০২৫।

রাজশাহীতে শহীদ বীরসা মুন্ডার ১২৫তম আত্মত্যাগ দিবস পালিত

জুন ৯, ২০২৫ ৮:০৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে পালিত হলো শহীদ বীরসা মুন্ডার ১২৫তম আত্মত্যাগ দিবস। আজ সোমবার এই কর্মসূচির আয়োজন করে সিসিবিভিও। এতে সহায়তা দেয় জার্মানির ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড’। আয়োজন বাস্তবায়ন করে রক্ষাগোলা সমন্বয় কমিটি।

অনুষ্ঠানটি ছিল ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র অংশ। এতে রক্ষাগোলা সংগঠনসমূহের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। কাকনহাট পৌরসভা শহীদ মিনার অভিমুখে একটি র‌্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুনঃ  অধ্যাপক আবুল কাশেমের মাতার মৃত্যুতে রাজশাহী নগর জামায়াতের শোক

র‌্যালি শেষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে অংশ নেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সদস্যরা এবং সিসিবিভিও’র কর্মীরা। তাঁরা শহীদ বীরসা মুন্ডার ব্রিটিশবিরোধী সংগ্রাম ও আত্মত্যাগের মহিমা স্মরণ করেন।

আরও পড়ুনঃ  এইচএসসি প্রথম পরীক্ষায় রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১৮৬৭ জন, বহিষ্কার ১

পরে সিসিবিভিও শাখা কার্যালয়ে আয়োজিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন এবং সঞ্চালনা করেন সমাজ সংগঠক মানিক এক্কা।

সভায় বক্তব্য দেন সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার। আরও উপস্থিত ছিলেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী এবং অন্যান্য সমাজ সংগঠকবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।