নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৬:৩৪। ২ জুলাই, ২০২৫।

অনন্য দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্টিভেন স্মিথ

জুন ১০, ২০২৫ ৫:২৭
Link Copied!

অনলাইন ডেস্ক : দিনদুয়েক পরেই ক্রিকেটের বিখ্যাত স্টেডিয়াম লর্ডসে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল। যেখানে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফাইনালের জন্য দুই দলই এখন শেষ পর্যায়ের অনুশীলনে ব্যস্ত।

চূড়ান্ত একাদশ ঘোষণা করা না হলেও ফাইনালে অস্ট্রেলিয়ার একাদশে স্টিভেন স্মিথ থাকছেন সেটা নিশ্চিতই বলা চলে। অস্ট্রেলিয়ার এই ব্যাটার নিজেকে আরও একবার লর্ডসে প্রমাণ করতে মাঠে নামবেন। টেস্টে যার রান ১০ হাজারের বেশি, তার ব্যাটের দিকে টিম অস্ট্রেলিয়া এই ম্যাচেও বিশেষভাবে নির্ভর করবে, সেটাই স্বাভাবিক।

আরও পড়ুনঃ  ৪ বছর পর মেসির বকেয়া পারিশ্রমিক পরিশোধ করছে বার্সেলোনা

স্টিভ স্মিথ অবশ্য প্রতিপক্ষ বিবেচনাতেও আছেন দারুণ ছন্দে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সবশেষ ৮ ইনিংসের মাঝে ৪ ইনিংসেই আছে তার সেঞ্চুরি। ফাইনালেও বড় স্কোরই করতে চাইবেন নিশ্চিত। আর সেটাই যদি হয় তবে ইংল্যান্ডে দুই অনন্য রেকর্ডের ভাগীদার হবেন এই অজি তারকা। যেখানে তার পেছনে পড়ে যাবেন ডন ব্র্যাডমান কিংবা গ্যারি সোবার্সের মতো নামরাও।

ফাইনাল হবে লর্ডসে। যেখানে আগেও বেশ কিছু দারুণ ইনিংস খেলেছেন স্টিভ স্মিথ। মাত্র ৪ টেস্টেই এই মাঠে করেছেন ৫১২ রান । ফাইনালে ৬০ রান করতে পারলেই ভিনদেশী ক্রিকেটারদের মাঝে লর্ডসে সবচেয়ে বেশি রানের মালিক হবেন স্মিথ। বর্তমানে ৫৭১ রান নিয়ে যেখানে শীর্ষে আছেন গ্যারি সোবার্স।

আরও পড়ুনঃ  ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি

লর্ডসে বিদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রান
গ্যারি সোবার্স – ৫৭১
ডন ব্র্যাডম্যান – ৫৫১
স্টিভ স্মিথ – ৫১২
শিবনারায়ণ চন্দরপল – ৫১২

আরও পড়ুনঃ  ক্রীড়াঙ্গন সংস্কারে নতুন কমিটি মন্ত্রণালয়ের

রেকর্ড হতে পারে আরও এক দিক থেকে। সেজন্য তার দরকার ফিফটি। ইংল্যান্ডের মাটিতে সফরকারীদের মধে সবচেয়ে বেশি ফিফটি আছে ভিড রিচার্ডস, অ্যালান বোর্ডার এবং স্টিভ স্মিথের। তিনজনের ফিফটিই ১৭টি করে। এবার স্মিথের একক রেকর্ডের জন্য দরকার কেবল ১ ফিফটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।