নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৯:২১। ১ জুলাই, ২০২৫।

বুধবার দেশে ফিরছেন সাড়ে ৩ হাজারের বেশি হাজি

জুন ১১, ২০২৫ ৫:২২
Link Copied!

অনলাইন ডেস্ক : পবিত্র হজ পালন শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। বুধবার (১১ জুন) বাংলাদেশ বিমানসহ পরিচালিত হচ্ছে ১১টি ফ্লাইট। এই ফ্লাইটগুলোতে সাড়ে ৩ হাজারের বেশি হাজি দেশে ফিরছেন। মঙ্গলবার (১০ জুন) থেকে ফিরতি ফ্লাইট চালু হয়েছে।

বাংলাদেশ বিমান সূত্র জানায়, বুধবার সকাল ৫টা ৫০ এবং বেলা ১০টা ৫০ মিনিটে হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের ২টি ফ্লাইট শাহজালালে অবতরণ করে। এছাড়াও সৌদি এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারের ৪টি ফ্লাইট পরিচারিত হচ্ছে। মোট ১১টি ফ্লাইটে সাড়ে ৩ হাজারের বেশি হাজি দেশে আসবেন। বাংলাদেশ বিমানের মুখপাত্র রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  নতুন দলের আবেদন যাচাইয়ে সাত সদস্যের কমিটি ইসির

১০ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজের ফ্লাইট। এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।