নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১২:১৮। ২ জুলাই, ২০২৫।

তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

জুন ১১, ২০২৫ ৯:৪২
Link Copied!

অনলাইন ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। স্থানীয় সময় বুধবার (১১ জুন) ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় রাজধানী তাইপেতে বাড়ি-ঘর এবং বিভিন্ন স্থাপনা কেঁপে উঠেছে। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি হুয়ালিয়েন সিটি থেকে ৭১ কিলোমিটার দক্ষিণের পূর্ব উপকূল থেকে প্রায় ৩১ কিলোমিটার (১৯ মাইল) গভীরে আঘাত হেনেছে। তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ভূমিকম্প থেকে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য মন্ত্রণালয়ের বর্ণাঢ্য কর্মসূচি

তাইতুং দমকল বিভাগও এএফপিকে জানিয়েছে যে, ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উপকূলীয় শহর চেংগংয়ের এক দমকলকর্মী বলেন, ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন কম্পিউটার স্ক্রিন এবং ফ্যান কেঁপে ওঠে। তিনি বলেন, আগের ভূমিকম্পগুলো থেকে এটি ছিল বেশি শক্তিশালী। তিনি আরও বলেন, আমার মনে হচ্ছিল আমি দৌঁড়ে বাইরে বেরিয়ে যাই।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের কাছে দুটি টেকটোনিক প্লেটের প্রান্তে অবস্থানের কারণে তাইওয়ান প্রায়ই ভূমিকম্পের শিকার হয়। ইউএসজিএস-এর মতে, এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কর্মকর্তারা জানিয়েছেন, ২৫ বছরের মধ্যে এটা ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জন নিহত হয়।

আরও পড়ুনঃ  উনিশে জনপ্রিয়তা, ৪২-এ প্রয়াণ— কত টাকার সম্পত্তি রেখে গেলেন শেফালী

এছাড়া ২০১৬ সালে তাইওয়ানে একটি ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়। তবে দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯৯ সালে। ওই ভূমিকম্পের আঘাতে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।