নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১২:৩৩। ২ জুলাই, ২০২৫।

নানির সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে গেল নাতি

জুন ১১, ২০২৫ ৯:৪৯
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নাতি সাব্বির হোসেন (১১) নিহত হয়েছে। সে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে সাব্বির তার নানির সঙ্গে শ্রীকোলা বিলের সূর্য নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে পা পিছলে গিয়ে সে গভীর পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় খেলাফত মজলিশের কাউন্সিল : সভাপতি-হাফিজ, সম্পাদক-ওয়ালীউল্লাহ

পরিবারের সদস্যরা ও স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করে। অবশেষে দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সাব্বিরের নিথর দেহ ভেসে ওঠে। ঈদ উদযাপন উপলক্ষে পরিবারের সঙ্গে শ্বশুরবাড়ি উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা এলাকায় বেড়াতে গিয়েছিলেন আব্দুল মমিন।

আরও পড়ুনঃ  ইসরায়েল-ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সাথে আলোচনায় আমেরিকা

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশুটির চাচা সাদ্দাম হোসেন বলেন, ঈদের পরদিন বেড়াতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, গোসলে নেমে শিশুটি ডুবে যায়। পরে লাশ ভেসে ওঠে। কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।