নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। দুপুর ১২:০২। ২ জুলাই, ২০২৫।

বিমান বিধ্বস্তের বর্ণনা দিলেন বেঁচে যাওয়া একমাত্র ব্রিটিশ যাত্রী

জুন ১২, ২০২৫ ১১:৪২
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে থাকা প্রায় সব আরোহী নিহত হয়েছেন। তবে ভয়াবহ এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন ৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক বিশ্বাষ কুমার রমেশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, বেঁচে যাওয়া এই ব্রিটিশ নাগরিক বিমান দুর্ঘটনার সময়ের শেষ মুহূর্তগুলো নিয়ে কথা বলেছেন।

রমেশ হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘উড্ডয়নের ত্রিশ সেকেন্ড পর একটি বিকট শব্দ হয়। তারপর বিমানটি বিধ্বস্ত হয়। সবকিছু এত দ্রুত ঘটে গেল।’

আরও পড়ুনঃ  রাজধানীতে ১০ লাখ গাছ রোপণ করবে জামায়াত

প্রতিবেদন অনুসারে, রমেশ ২০ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। পরিবারের সাথে দেখা করতে কয়েকদিন ভারতে ছিলেন। তার বুকে, চোখে এবং পায়ে ক্ষত হয়েছে বলে জানা গেছে।

তিনি বলছিলেন, ‘আমি যখন উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে মৃতদেহ পড়ে ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি উঠে দাঁড়িয়ে দৌড়েছিলাম। আমার চারপাশে বিমানের টুকরো পড়ে ছিল। এরপর কেউ আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে গেল।’

আরও পড়ুনঃ  ঘোষিত সময়ে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন

রমেশ তার ৪৫ বছর বয়সী ভাই অজয় ​​কুমারের সঙ্গে যুক্তরাজ্যে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, বিমানে তার ভাইকে তাকে অন্য কোথাও বসানো হয়েছিল।

বেঁচে যাওয়া রমেশ আরও বলছিলেন, ‘আমরা দিউয়ে (ভারতের শহর) গিয়েছিলাম। তিনি (ভাই অজয় ​​কুমার) আমার সাথেই ভ্রমণ করছিল। আমি তাকে আর খুঁজে পাচ্ছি না। দয়া করে আমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করুন।’

আরও পড়ুনঃ  সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে : প্রধান উপদেষ্টা

এদিকে, আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেছেন, পুলিশ ১১-এ সিটে একজনকে জীবিত অবস্থায় পেয়েছে। তিনি হাসপাতালে আছেন, চিকিৎসা চলছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।