নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৫:০৯। ২ জুলাই, ২০২৫।

পুঠিয়ায় বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

জুন ১৩, ২০২৫ ৫:০৯
Link Copied!

স্টাফ রিপোর্টার,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে আজীবন বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁর অনুসারীরা। শুক্রবার দুপুরে উপজেলার নন্দনপুর বাজারে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এর আগে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিমকে বিদ্যালয়ে যেতে না দেওয়ার অভিযোগে গত বুধবার পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপি।

আরও পড়ুনঃ  ৪ বছর পর মেসির বকেয়া পারিশ্রমিক পরিশোধ করছে বার্সেলোনা

এর প্রতিবাদে পুঠিয়া-দুর্গাপুরের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শিশুদেরও আনা হয়। বক্তারা বলেন, আওয়ামী লীগৈর দোসর নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিম শিক্ষা প্রতিষ্ঠানটিকে দলীয় কার্যালয় বানিয়েছিলেন। শিক্ষার পরিবর্তে সেখানে প্রতিদিন চলতো আওয়ামী লীগের মিছিল মিটিং আর বিএনপি নিধনের পরিকল্পনা।

তারা দাবি করেন, গত ৫ আগস্টের পরে স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে ঢুকতে দেয়নি। এরই জের ধরে বিএনপির ত্যাগি নেতা জুম্মাকে বহিষ্কার করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ। অবিলম্বে অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা। নইলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব : নাহিদ ইসলাম

এ বিষয়ে বহিস্কৃত বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা বলেন, ‘আমাকে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কার করা হয়াছে। এটি খুবই দুঃখজনক। আওয়ামী লীগের দোসরদের পূর্নবাসন করতে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যার কোন ভিত্তি নেই।

আরও পড়ুনঃ  ৯ দফা দাবিতে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও

উল্লেখ, গত বুধবার দল থেকে আজীবন বহিষ্কারের পরও সেদিনই বিকেলে আয়োরুল ইসলাম পুঠিয়ার জিউপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে অংশ নেন। এ নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।