নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:৩৮। ২ জুলাই, ২০২৫।

‘জীবনে অনেক কিছু একসঙ্গে চাইনি’

জুন ১৩, ২০২৫ ৬:৪৬
Link Copied!

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী মনে করেন জীবনের জটিলতাকে সরিয়ে সহজভাবে দেখলেই আসে পরিপূর্ণতা। তার অভিনয় জীবনের ১৮ বছরের যাত্রায় বহু চড়াই-উতরাই পেরিয়েছেন কিন্তু কখনো নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি।

বরং যা চেয়েছেন তাই পেয়েছেন এবং তাকে যত্ন করে আগলে রেখেছেন। তার মতে, তিনি যেভাবে জীবনকে দেখতে চেয়েছিলেন সেভাবেই পেয়েছেন।

আরও পড়ুনঃ  কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা

শুভশ্রী গাঙ্গুলী বলেন, ‘ অনেকে বলেন কেন অভিনয় জীবনের মাঝে আমি মা হওয়ার সিদ্ধান্ত নিলাম। যে সময় যেটা করার সেই সময় ঠিক সেটাই করেছি। কারণ জীবনকে এভাবেই দেখতে চেয়েছিলাম আমি।’

তার কথায়, ‘জীবনে অনেক কিছু একসঙ্গে আমি চাইনি। খুব অল্প জিনিস চেয়েছি। আর যেটুকু পেয়েছি তা যত্ন করে রাখার চেষ্টা করেছি। তাই হয়তো সুবিধা হয়েছে।’

আরও পড়ুনঃ  ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিষেক

প্রসঙ্গত, শুভশ্রী অনুভব মহান্তির বিপরীতে মাতে তা লাভ হেলারে নামে ওড়িয়া চলচ্চিত্রে মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। পিতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে অভিষেক করেছিলেন।

যেখানে তিনি জিতের বোনের ভূমিকায় অভিনয় করেন। এরপর রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের বিপরীতে চ্যালেঞ্জ এবং অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।