নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ৮:১০। ১৬ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে পুলিশের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

জুন ১৪, ২০২৫ ৪:৩৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানা।

গ্রেপ্তারকৃত আসামি মো: বাদশা মিয়া (৩৭) রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মো: বাচ্চু শেখের ছেলে।

আরও পড়ুনঃ  দলীয় পরিচয়, স্বজনপ্রীতি ও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা: আব্দুল বারী

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: বাদশা মিয়ার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। বাদশা মিয়াকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ। গতকাল ১৩ জুন সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি বাদশা মিয়া তার বাড়িতে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  ভারতের ওপর শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা: ট্রাম্প

তথ্য পাওয়ার পর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে এএসআই মো: আনোয়ার হোসেন ও তাঁর টিম গতকাল ১৩ জুন সন্ধ্যা ৬ টায় অভিযান পরিচালনা করে আসামি বাদশাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।