নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৫:১৮। ১৬ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ৩

জুন ২৯, ২০২৫ ৮:১১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পবা ও বেলপুকুর থানা পুলিশের পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ৫৭০ পিস ইয়াবাসহ ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পবা ও বেলপুকুর থানা পুলিশ।

পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: সুলতান আহমেদ (৪৪) রাজশাহী নগরীর পবা থানার মধুসুদনপুর এলাকার মৃত কাদের মন্ডলের ছেলে এবং বেলপুকুর থানা কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মেহেদী হাসান (৩২) ও মো: বাবলু হোসেন (৩৫)। মেহেদী রাজশাহী জেলার মোহনপুর থানার খয়রা এলাকার মো: আনছার আলীর ছেলে ও বাবলু একই এলাকার মো: আবুল হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই বাইসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেপ্তার ৩

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাত সাড়ে ৮ টায় শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে পবা থানার এসআই মো: রাজিবুল করিম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার মধুসুদনপুর মধ্যপাড়ার এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ  আগামী নির্বাচন সহজ হবে না, অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে : তারেক রহমান

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের বর্ণিত টিম রাত ৯ টায় পবা থানার মধুসুদনপুর মধ্যপাড়ার উল্লিখিত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি সুলতানকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  সৈকতে ভিন্ন রূপে চমক

অপরদিকে বেলপুকুর থানার এসআই জাহিদ হাসান ও তার টিম গতকাল ২৮ জুন বিকাল সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে আসামি মেহেদী হাসান ও বাবলুকে ৫৭০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা ও বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।-খবর বিজ্ঞপ্তি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।