নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ৭:১০। ১ জুলাই, ২০২৫।

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিষেক

জুন ৩০, ২০২৫ ৭:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে নেটিজেনদের মাঝে যে গুঞ্জন চলছিল সে বিষয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন তাদের সম্পর্কে কোনো ছেদ পড়েনি।

অভিষেক সাক্ষাৎকারে বলেন, ‘লোকে যা বলে তাতে আমার কিছু যায় আসে না। তবে আমার একটি পরিবার রয়েছে তারা দুঃখ পান। আমি যদি সব কিছুর ব্যাখ্যাও দিই তাও লোকে আমার কথার ভুল ব্যাখ্যা করবেই। কারণ নেতিবাচক খবর বেশি বিক্রি হয়। আপনি (নিন্দুকরা) আমার কেউ নন। আপনি আমার জীবন বাঁচতে আসবেন না।’

আরও পড়ুনঃ  আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরতে চাই না: আলী রীয়াজ

তার কথায়, ‘সুতরাং আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই। যারা নেতিবাচক কথা ছড়ান তারাই উত্তর দেবেন। আমি নই, কারণ আমার এই কথায় কিছু যায় আসে না। কম্পিউটারের সামনে বসে বসে ভুলভাল মন্তব্য করা কোনো কাজের কথা নয়। ভাবা উচিত আপনাদের মন্তব্য অনেককে ব্যথা দেয়। জানি না কতটা মোটা চামড়ার তারা।’

আরও পড়ুনঃ  আমরা পদক্ষেপ নিয়েছি বলেই মব সন্ত্রাস কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এরপর ২০১১ সালে তাদের ঘর আলো করে আসে কন্যা আরাধ্যা। তবে গত কয়েক বছর ধরে এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল।

কখনও শোনা যাচ্ছিল শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বনিবনা হচ্ছে না আবার কখনও অভিযোগের তীর ছিল খোদ অভিষেকের দিকেই। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। এমনকি কিছু ক্ষেত্রে শুধু মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়াকে দেখা গিয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।