নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ৭:০০। ১ জুলাই, ২০২৫।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

জুন ৩০, ২০২৫ ৯:৩৬
Link Copied!

অনলাইন ডেস্ক : ‘সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞায় জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩০ জুন) বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।

বর্ষপূর্তি উপলক্ষে শিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—
সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ‘জুলাই দ্রোহ’ শীর্ষক বিক্ষোভ মিছিল, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, কালচারাল ফেস্ট, জুলাই গ্রাফিতি, সাহিত্য ও স্মৃতিলিখন প্রতিযোগিতা, শহীদদের নামে পাঠাগার স্থাপন, ‘ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক সাক্ষাৎকার ও পডকাস্ট, জুলাই সাহিত্য সাময়িকী ও বিশেষ প্রকাশনা, ‘Think Back to 36 July’ শিরোনামে অনলাইন ক্যাম্পেইন।

আরও পড়ুনঃ  ভক্তদের সতর্ক থাকতে বললেন প্রিয়াঙ্কা

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদ, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তঝরা প্রতিরোধের মধ্য দিয়ে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত ও আলী রায়হানসহ অসংখ্য তরুণের রক্তে লেখা হয়েছে নতুন ইতিহাস।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান কেবল কোনো একক দলের আন্দোলন ছিল না, এটি ছিল গোটা জাতির ঐক্য ও স্বপ্নের প্রকাশ। আজও সেই স্পিরিটকে বুকে ধারণ করে আমরা একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুনঃ  সুষ্ঠু ও সুন্দর জাতীয় নির্বাচন করা আমাদের একমাত্র লক্ষ্য: পরিকল্পনা উপদেষ্টা

ছাত্রশিবির সভাপতি বলেন, জুলাই আন্দোলনের স্পিরিট ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ঐক্য। অথচ আজ আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনীহা, বিভেদ ও দায়িত্ব এড়ানোর প্রবণতা। আমরা বিশ্বাস করি, সেই স্পিরিটকে অটুট রাখতে হলে প্রয়োজন একটি ঐক্যবদ্ধ জাতীয় ঘোষণাপত্র—‘জুলাই সনদ’।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণা করে শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ছাত্রসংসদভিত্তিক ছাত্ররাজনীতি চালুর মাধ্যমে শিক্ষাঙ্গনে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার জোর দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  একদিনে আরো ২৬২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।-ঢাকা পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।