নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৪:১১। ২ জুলাই, ২০২৫।

অস্ট্রেলিয়ায় চার-দলীয় সিরিজ, খেলবে বাংলাদেশও

জুলাই ১, ২০২৫ ৫:৩৩
Link Copied!

অনলাইন ডেস্ক : ২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য এবারো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও দুটি দল খেলবে টুর্নামেন্টটিতে। চার দলের প্রতিযোগিতাটির জন্য এখনো চতুর্থ দলের নাম ঘোষণা করা হয়নি।

ইতোমধ্যে নেপাল জাতীয় দল, পাকিস্তান শাহীন্স ও বাংলাদেশ ‘এ’ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ১৪ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল।

আরও পড়ুনঃ  চিকিৎসায় এআইয়ের ভবিষ্যৎ নিয়ে রাজশাহীতে ‘সামার সামিট’

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিতব্য এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান শাহীন্স (এ দল)। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায়।

নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, ‘পিসিবি ও বিসিবিকে আবার ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধুই খেলাধুলার নয়, বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ কিংবা পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও বটে। পাকিস্তান ও বাংলাদেশ—বিশ্বের অন্যতম জনবহুল দেশ—এবং নেপালের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে চাকরি মেলা, নিয়োগ পাবেন ২৫০ বেকার

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ডারউইনে ফিরে আসতে পারায় আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা উদীয়মান খেলোয়াড়দের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটিকে আমরা বিশেষভাবে দেখছি, যেখানে আমাদের তরুণ প্রতিভার ঝলক দেখানোর সুযোগ থাকবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।