নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। দুপুর ১:০৬। ৩ জুলাই, ২০২৫।

আমরা জুলাই গণঅভ্যূত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই: ড. মাওলানা কেরামত আলী

জুলাই ২, ২০২৫ ৪:৪৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ বুধবার দুপুরে নগরীর শিরোইলে দাওয়াতুল ইসলাম ট্রাস্ট এতিমখানায় জুলাই গণঅভ্যূত্থানে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের স্বরণে এতিম,দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

রাজশাহীতে অভূত্থানের সময় শহীদ আলী রায়হান, সাকিব আনজুসহ সকল শহীদদের স্মরণ করে খাবার বিতরণ অনুষ্ঠান শুরু করা হয়। এসময় তাদের মাগফিরাতের জন্য দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী।

আরও পড়ুনঃ  ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

তিনি বলেন, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ,তাদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। আমার তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। নতুন বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা, মুয়াজ্জিন গ্রেফতার

রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল তার বক্তব্যে বলেন, আমরা জুলাইয়ের চেতনায় উজ্জীবিত, কোন ফ্যাসিস্ট বা তাদের সহযোগীদের হাতে দেশ তুলে দেয়া হবে না। ইসলামী দলগুলো এক হচ্ছে। আমরা আন্দোলনের চেতনাকে ভুলণ্ঠিত হতে দিতে পারিনা। আমরা ন্যায়ভিত্তিক সমাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ।

রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসাইন, মহানগরীর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।