নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। দুপুর ১:১৯। ৩ জুলাই, ২০২৫।

একইদিনে সংসার ভাঙার খবর দিলেন দুই অভিনেত্রী

জুলাই ২, ২০২৫ ৫:৫৫
Link Copied!

অনলাইন ডেস্ক : ওপার বাংলার শোবিজাঙ্গনে বিচ্ছেদের খবর নতুন নয়, তবে একইদিনে দুই জনপ্রিয় অভিনেত্রীর সংসার ভাঙার খবর রীতিমতো চমকে দিয়েছে ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় চলছে নানা ধরণের চর্চা ও কাটাছেঁড়া।

প্রথমে আসে অভিনেত্রী সুস্মিতা রায় ও তার স্বামী সব্যসাচীর খবর। সুস্মিতার জন্মদিনের সকালেই স্বামীর শেয়ার করা একটি ছবির সঙ্গে লেখা ছিল, ‘‘এটাই শেষ জন্মদিনের শুভেচ্ছা, কারণ আমরা আলাদা হচ্ছি।’’

আরও পড়ুনঃ  ‘তুমিই আমার চালিকাশক্তি’, রুক্মিণীর জন্মদিনে দেবের আদুরে শুভেচ্ছা

সেই পোস্ট শেয়ার করেন সুস্মিতাও। যেখানে তিনি ভক্তদের এই কঠিন সময়ে পাশে থাকার অনুরোধ করেন।

এর আগে একবার আলাদা থাকলেও, ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কিন্তু অবশেষে দুজনেই জানিয়েছেন, তাদের বিবাহবিচ্ছেদ হচ্ছে।

অন্যদিকে অভিনেত্রী দীপ্সিতা মিত্র ইনস্টাগ্রাম পোস্টে জানান, অভিনেতা কৌশিক চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কের অবসান হয়েছে।

আরও পড়ুনঃ  আমাদের অনেক আগেই বিচ্ছেদ হওয়ার কথা ছিল : কাজল

‘আলো ছায়া’ ধারাবাহিকের সেটে তাদের প্রেম, তারপর অল্প দিনের মধ্যেই ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। মাত্র তিন বছরের মধ্যেই ভেঙে গেল সেই সংসার।

তবে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি কেউই। দু’জনেই জানিয়েছেন, এটি তাদের যৌথ সিদ্ধান্ত।

তবে ভক্তরা মন থেকে মেনে নিতে পারছেন না তাদের প্রিয় তারকাদের এই বিচ্ছেদ। তাদের আকুতি, “ভাঙা ফ্রেমটাকে কি আর একবার জোড়া লাগানো যায় না?” তাদের প্রশ্নের উত্তর যদিও এখনও অজানা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।