নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। বিকাল ৫:০৬। ৩ জুলাই, ২০২৫।

তানোরে ২ মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ১

জুলাই ২, ২০২৫ ১০:৪৪
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু ও অপর এক জন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবকের নাম সেতাবুর রহমান সেতু (২৪)। তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েল গ্রামের সাহেব জানের পুত্র। আহত যুবকের নাম রিফাত আরেফিন (২০)। তিনি একই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে তানোরের দিক থেকে নিহত সেতু ও আহত রিফাতসহ ৩ যুবক একই মটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে তালন্দ’র দিকে আসছিলো। এসময় তানোর চৌবাড়িয়া সড়কের তানোর পৌর এলাকার তালন্দ বাজারে ওয়ালটন শো রুমের সামনে বিপরিত দিক থেকে আসা মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  উনিশে জনপ্রিয়তা, ৪২-এ প্রয়াণ— কত টাকার সম্পত্তি রেখে গেলেন শেফালী

এসময় সেতু ও রিফাত গুরুতর রক্তাক্ত আহত হলেও তাদের মটরসাইকেলে থাকা একজন এবং অপর মটরসাইকেল থাকা অপরজন সামান্য আহত হন।
প্রত্যক্ষদর্শিরা গুরুতর আহত অবস্থায় ২জনকে উদ্ধার করে অটো ভ্যান যোগে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তবে, মটরসাইকেলের তেমন ক্ষতি হয়নি বলেও জানান প্রত্যক্ষদর্শিরা।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা, মুয়াজ্জিন গ্রেফতার

তাদের দুই জনেরই অবস্থা আশংকা জনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় সেতাবুর রহমানের মৃত্যু হয়। অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকা জনক। চিকিৎসাধীন অবস্থায় সেতাবুর রহমানের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থানায় আসার জন্য রওনা দিয়েছেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।