নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। দুপুর ২:৪২। ৪ জুলাই, ২০২৫।

হলিউড থেকে ইতিহাস গড়তে যাচ্ছেন দীপিকা

জুলাই ৩, ২০২৫ ১১:১৬
Link Copied!

অনলাইন ডেস্ক : ২০২৬ সালের ‘হলিউড ওয়াক অফ ফেম’-এর তালিকায় নাম উঠল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। জানা গেছে, ভারত থেকে দীপিকাই প্রথম, যিনি এই বিশেষ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। ‘মোশন পিকচার্স’ বিভাগে অভিনেত্রীর নাম ঘোষণা করেছে হলিউড চেম্বার অফ কমার্স।

দীপিকার এই প্রাপ্তির নেপথ্যে রয়েছে ব্যতিক্রমী পদ্ধতি। হলিউড ওয়াক অফ ফেম-এর ওয়েবসাইট থেকে জানা যায়, যে কেউ তার পছন্দের তারকাকে এই সম্মান পাওয়ার জন্য মনোনীত করতে পারে। এমনকি কোনো অনুরাগীও এই মনোনয়ন জমা দিতে পারে অথবা তারকাদের সহকারী দলও এই মনোনয়ন জমা দিতে পারে।

আরও পড়ুনঃ  ‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করে কত টাকা পেয়েছিলেন সেই মুন্নি

তবে এই মনোনয়ন জমা পড়ার পর সেই নির্দিষ্ট তারকার থেকে অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন না এলে মনোনয়ন গ্রহণ করা হবে না। আবার তারকাদের পক্ষ থেকে অনুমোদন এলে কোনো স্পনসরকে এই বিশেষ সম্মানের জন্য টাকা দিতে হয়। অথবা সেই নির্দিষ্ট তারকারাও এই ‘হলিউড ওয়াক অফ ফেম’-এর তারকার জন্য খরচ করতে পারে।

আরও পড়ুনঃ  একদিনে আরও ৩৮৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

এই স্মারক তারকা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে খরচ হয় প্রায় ৭৩ লক্ষ রুপি। মনোনয়ন প্রক্রিয়ার খরচও কম নয়। এতে খরচ হয় প্রায় ২৩,৫০০ রুপি। তবে দীপিকার ক্ষেত্রে এই খরচ কে বহন করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ  ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে : নাহিদ ইসলাম

তবে হলিউডের তারকাদের মধ্যে যেখানে নাম তোলার স্বপ্ন দেখেন এমিলি ব্লান্ট, মাইলি সাইরাস, গর্ডন রামসের মতো তারকারা, সেখানে দীপিকার উপস্থিতি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত- এমনটি মনে করেন অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।