নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ৭:১৭। ৫ জুলাই, ২০২৫।

মসজিদ থেকে মটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে মেম্বার পুত্র আটক

জুলাই ৪, ২০২৫ ৯:৩১
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউপির মন্ডল পাড়ায় জুম্মার নামাজ চলাকালীন অবস্থায় মটরসাইকেল চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক হয়েছেন এক মেম্বার পুত্র। ওই যুবকের নাম লিটন হোসেন (২২)। তিনি মোহনপুর উপজেলার রায়গাটি ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য লালইচ গ্রামের জেকের আলীর পুত্র।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নারী-শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

মটরসাকেলের মালিক ও প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের সময় গোদাগাড়ী উপজেলার ঝিনা ফুলবাড়ী গ্রামের নুরশেদ আলীর পুত্র আতাউর রহমানের নিজ বাড়ির সামনে থেকে মটরসাইকেলটি চুরি করে পালানোর সময় তানোর উপজেলার সরনজাই ইউপির মন্ডল পাড়া গ্রামের লোকজন মটরসাইকেলসহ চোরকে আটক করেন। এসময় গ্রামবাসী ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।

আরও পড়ুনঃ  রাবিতে শিক্ষার্থীদের বাঁধায় রক্ষা পেল দুটি গাছ

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মটরসাইকেল মালিকের বাড়ি গোদাগাড়ী এলাকায় হওয়ায় আটক চোরকে গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, আটক চোরকে থানা হাজতে রাখা হয়েছে, মটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  নাটোরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।