নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৯:১৮। ৬ জুলাই, ২০২৫।

শতাধিক গাড়ির বহর নিয়ে মিজানুর মোল্লার গণসংযোগ

জুলাই ৬, ২০২৫ ১:১৫
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মিজানুর রহমান মোল্লা কর্মী-সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ করেছেন। তিনি, ফরিদপুর জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শতাধিক গাড়ির বহর নিয়ে এ গণসংযোগ করেন তিনি। ভাঙ্গা উপজেলার পুলিয়ায় অবস্থিত মিজানুর মোল্লার বাসভবন থেকে এ গণসংযোগ শুরু হয় শনিবার সকালে।
মোটরসাইকেল, মাইক্রোবাস ও পিকআপ যোগে মিজানুর মোল্লার সহস্রাধিক কর্মী-সমর্থক সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ গণসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় গণসংযোগ নিরাপদ রাখতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। চিকিৎসকের পাশাপাশি যান্ত্রিক ত্রুটি মোকাবেলায় ছিল মোটরযান মেকানিক।
এ সময় সংগঠনটির ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি জাকির হুসাইন ফরিদী, সাধারণ সম্পাদক মুফতি সাদেকুর রহমান সিদ্দিকী, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া, সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দীন ছাড়াও খেলাফত মজলিশের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ গণসংযোগ কার্যক্রমে অংশ নেন।
এ বিষয়ে মিজানুর রহমান মোল্লা বলেন- ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) দলের পক্ষ থেকে আমাকে মনোনীত করেছেন আমাদের নেতা আল্লামা মামুনুল হক। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিস সে লক্ষ্যেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের প্রতিক রিক্সা। আজ আমরা দলের পক্ষ থেকে সদরপুর ও চরভদ্রাসনে গণসংযোগ করেছি। আমরা জনগণের যথেষ্ট সাড়া পাচ্ছি। আমরা সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।