নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৩:১৭। ৭ জুলাই, ২০২৫।

সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোকপ্রকাশ

জুলাই ৬, ২০২৫ ৩:৩৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

আজ রোববার ভোর সোয়া পাঁচটার দিকে রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকাহ কিডনি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

আরও পড়ুনঃ  সন্তানের মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া

অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলা বিভাগের অধ্যাপনা করেছেন।

অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শোক জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আরও পড়ুনঃ  আরও ২০৪ জনের ডেঙ্গু শনাক্ত, এক বিভাগেই অর্ধেক রোগী

অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শারমীন এস মুরশিদ বলেন, আমরা একজন গুণী মানুষকে হারিয়েছি। হারিয়েছি একজন মহান শিক্ষক এবং সংগ্রামী নারীকে । আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ সম্পাদক মাহমুদুর রহমান এর মায়ের মৃত্যুর সংবাদ শুনে তার বাসভবনে যান এবং তার স্ত্রীর সাথে দেখা করেন। উপদেষ্টা কিছু সময় তার পাশে থাকেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।