নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১:৫২। ৭ জুলাই, ২০২৫।

‘সুন্দর জামাগুলো সবসময়ই আলমারিতে রেখে দিতাম’

জুলাই ৬, ২০২৫ ৫:৪০
Link Copied!

অনলাইন ডেস্ক : মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তার অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়।

সম্প্রতি এক পোস্ট দিয়ে সুনেরাহ জানিয়েছেন, ‘সুন্দর জামাগুলো সবসময়ই আলমারিতে রেখে দিতাম।’ তিনি লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর জামাগুলো সবসময়ই আলমারিতে রেখে দিতাম বিশেষ দিনের জন্য। কিন্তু সেগুলো আর পরাই হয়নি কখনও।’

আরও পড়ুনঃ  রাষ্ট্র গঠনের সুযোগ হেলায় হারানো যাবে না: আলী রীয়াজ

তার কথায়, ‘এখন থেকে আমি প্রতিটা দিন উদযাপন করব — বেঁচে থাকার জন্য, সুখী থাকার জন্য; মানসিক আর শারীরিকভাবে সুস্থ থাকার জন্য, প্রতিটা নিয়ামতের জন্য। এর চেয়ে বিশেষ আর কিছু কি হতে পারে? আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুনঃ  নির্বাচন এপ্রিল-ফেব্রুয়ারি যখনই হোক আগে সংস্কার-গণহত্যার বিচার

প্রসঙ্গত, ২০১১ সালে র‌্যাম্প মডেলিং শুরু করেন সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও থিয়েটারেও অভিনয় করেছেন। চলচ্চিত্র জগতে পদার্পণ করেন স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ন ডরাই এর মাধ্যমে। এই চলচ্চিত্র অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।