স্টাফ রিপোর্টার : জুডিশিয়াল কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল রাজশাহী ডিআইজি অফিস পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে ১৮ তম বিজিএস কর্মকর্তাদের প্রতিনিধি দলটি রাজশাহী ডিআইজি রেঞ্জ কার্যালয়ে যান। প্রশিক্ষণের অংশ হিসেবে তাদের এই আগমন। তারা পুলিশের মাঠ পর্যায়ের কার্যক্রম, জনবল বিন্যাস ও তদন্ত সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিচার বিভাগের এই কর্মকর্তাগণ জুডিশিয়াল প্রশিক্ষণ ইনস্টিটিউশনে প্রশিক্ষণরত আছেন। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিএইচডিসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।