নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৪:৩৫। ৯ জুলাই, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটী ইউনিয়নে বিভিন্ন কার্ড দেয়ার নামে সামাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

জুলাই ৮, ২০২৫ ৬:১৯
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে চালের ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও অসচ্ছল মানুষদের পানির পাম্প দেওয়ার নামে শতাধিক মানুষের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আব্দুস সামাদ। সোমবার (৭ জুলাই) সকালে সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ওই প্রতারককে আটক করে বিক্ষুব্ধ জনতা।

এ ঘটনায় প্রলোভন দেয়া ভুয়া কার্ড প্রদানকারী সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কামারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি নিজেকে ইউনিয়ন পরিষদের বিকল্প উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেন। এমন ঘটনায় পুরো গ্রামের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ভুক্তভোগীরা জানায়, প্রতারক সামাদ চালের ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও পানির পাম্প দেয়ার নামে তাদের কাছ থেকে জনপ্রতি ৩ থেকে ২৫ হাজার করে টাকা নেন। টাকার বিনিময়ে তাদের একটি করে বিভিন্ন সেবার কার্ড দেওয়ার আশ্বাস দেন। এই কার্ডটি নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও পানির পাম্প তুলতে পারবে বলে জানান, ভুক্তভোগীরা। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় অনিশ্চিত প্রহর গুনছিলো ভুক্তভোগীরা। আবারও অসচ্ছল মানুষদের প্রতারণা করতে গেলে বিক্ষুব্ধ জনতা প্রতারক আব্দুস সামাদকে আটক করে।

আরও পড়ুনঃ  এখন অনলাইনে দান করা যাবে পাগলা মসজিদে

তবে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, কেবলমাত্র প্রতারক আব্দুস সামাদের পক্ষে এত কিছু করা সম্ভব নয়। নিশ্চয়ই এর পেছনে আরও কেউ রয়েছে। হতে পারে বড় একটি চক্র কাজ করছে এর পেছনে। তাই এদের ধরে অনুসন্ধান করলে বড় চক্রের সন্ধান পাওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ  আরও ২০৪ জনের ডেঙ্গু শনাক্ত, এক বিভাগেই অর্ধেক রোগী

এ বিষয়ে রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলী বলেন, এমন ঘটনা ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি নষ্ট করেছে। আব্দুস সামাদ একজন প্রতারক। এ ঘটনার সাথে ইউনিয়নের কোন মেম্বার জড়িত নয়। এই প্রতারণার দায় ইউনিয়ন পরিষদ বহন করবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।