নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১:৩৫। ৯ জুলাই, ২০২৫।

চরবাগডাঙ্গা ইউনিয়নে পুলিশ পাহারায় ঈদ উপহারের চাল বিতরণ

জুলাই ৮, ২০২৫ ৬:৩২
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চারটি হত্যা মামলার আসামি হয়ে প্রায় দুই বছর পলাতক থাকা চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুর অনুপস্থিতিতে ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরণ করা যায়নি ঈদুল আজহার আগে। এক মাস পর সোমবার (৭ জুলাই) পুলিশ ও আনসার-ভিডিপির পাহারায় বিতরণ করা হয় সেই চাল।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।

তবে বিতরণে ইউনিয়নের কোনো নির্বাচিত সদস্যকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। তারা জানান, জনপ্রতিনিধিদের না জানিয়ে চাল বিতরণ করায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। একই পরিবারের একাধিক ব্যক্তি এবং সচ্ছল ব্যক্তিরাও চাল পেয়েছেন বলে জানান তারা।

আরও পড়ুনঃ  গাজাবাসীকে জোরপূর্বক অন্যত্র সরানোর ব্যাপারে ট্রাম্প-নেতানিয়াহুর আলোচনা

চাল বিতরণ নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। ইউপি সদস্য রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, চেয়ারম্যান পলাতক, অথচ প্যানেল চেয়ারম্যান ও আমাদের কাউকে না জানিয়েই চাল বিতরণ শুরু হয়েছে। কাগজপত্র ছাড়াই বিতরণ চলছে। এটা সম্পূর্ণ বেআইনি।

ইউপি সদস্য মো. নাসিরুল বলেন, সকালে হঠাৎ দেখি পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে চাল বিতরণ শুরু হয়েছে। আমরা জানি না কারা তালিকা করেছে, কিভাবে বিতরণ হচ্ছে। এই ঘটনায় জনপ্রতিনিধিদের অবজ্ঞা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রথম রাকাব

তবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায় এবং সদস্যরা বিভক্ত অবস্থানে থাকায় তালিকা জমা দেয়া সম্ভব হয়নি। পরে ইউএনও’র নির্দেশে গ্রাম পুলিশের মাধ্যমে তালিকা তৈরি করে এসিল্যান্ড এসে চাল বিতরণ করেন।

সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা বলেন, ঈদের আগে তালিকা না পাওয়ায় চাল বিতরণ সম্ভব হয়নি। পরে ৩ হাজার ৮৩৪ জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলাম বলেন, তালিকা না দেয়ার কারণে এবং চেয়ারম্যান অনুপস্থিত থাকায় উপজেলা মানবিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নিয়মতান্ত্রিকভাবে গ্রাম পুলিশের তালিকা অনুসারে চাল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  গাজায় গণহত্যা চালাতে ‘ক্ষুধা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টিতে ইদের আগে চাল বিতরণ করা হলেও, চরবাগডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পলাতক থাকার কারণে এবং গোবরাতলায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে চাল বিতরণ বিলম্বিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।