নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:৩৫। ৯ জুলাই, ২০২৫।

তানোরে ডাসকোর এনগেজ প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে

জুলাই ৮, ২০২৫ ৭:৩৯
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহী তানোরে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮জুলাই) সকাল ১১টার সময় বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তানোর উপজেলা হলরুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন,ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক, প্রকল্পের সংক্ষিপ্ত বিবরন পেশ করেন, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা হুবার্ট ব্লুম ও নেটজ বাংলাদেশ এর পরিচালক শহিদুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডাসকো ফাউন্ডেশনের রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ চৌধুরী সারোয়ার জাহান ডাসকো ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান।

আরও পড়ুনঃ  গাজাবাসীকে জোরপূর্বক অন্যত্র সরানোর ব্যাপারে ট্রাম্প-নেতানিয়াহুর আলোচনা

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হামজা,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাঃ শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ হাবিবা খাতুন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, উপজেলা বন কর্মকর্তা আঃ মান্নান, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন মাষ্টার, তানোর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনজিও প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান.। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান,ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি পরিবেশ বিষয়ে কাজ করেন এমন ব্যক্তি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ।

আরও পড়ুনঃ  দেশ গঠনে আমরা আপস করবো না: নাহিদ ইসলাম

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, নারী,যুব এবং আদিবাসী নেতৃত্বাধীন সক্রিয় স্হানীয় সিভিল সোসাইটি সংগঠন গুলো টেকসইভাবে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের কারনে সবচেয়ে ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যকর, পরিস্কার এবং নিরাপদ পরিবেশের অধিকার সুরক্ষা এবং প্রবর্তনের মাধ্যমে একটি নিন্ম- কার্বন নিঃসরণকারী এবং জলবায়ু সহনশীল সমাজ প্রতিষ্ঠায় অগ্রসর হবে। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডাসকো ফাউন্ডেশন তানোর উপজেলায় যে কাজটি বাস্তবায়ন করতে যাচ্ছে তা খুবই সমসাময়িক। জলবায়ুর অভিঘাত মোকাবিলায় প্রান্তিক মানুষকে সক্ষম করে তোলাই হবে আমাদের বড় কাজ। যে কাজটি ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ডাসকো ফাউন্ডেশন এই প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।