সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। এসময় রাজশাহীর সংবাদ মাধ্যম, সাংবাদিকতা ও উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো কিভাবে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করছে তা তুলে ধরেন সাংবাদিক নেতৃবৃন্দ। সেই সাথে স্থানীয় সাংবাদিকদের মনোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার বিষয়েও আলোচনা হয়। সুস্থ ধারার সাংবদিকতা ও সাংবাদিকদের গঠনমুলক উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিভাগীয় কমিশনার।
এসময় রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ সভাপতি দৈনিক আমাদের রাজশাহী সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দপ্তর সম্পাদক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, কোষাধ্যক্ষ দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব উপস্থিত ছিলেন।