নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৯:১১। ৯ জুলাই, ২০২৫।

বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এনসিপি : নাহিদ

জুলাই ৮, ২০২৫ ১০:৫৫
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, তা এবার বাস্তবায়ন করবে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে ঐতিহাসিক জুলাই পদযাত্রায় মেহেরপুর কলেজ মোড়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ভারতে আবর্জনার স্তূপে পোড়ানো হলো জাতীয় পতাকা, ভিডিও ভাইরাল

নাহিদ ইসলাম বলেন, আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে। এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের সামনের দিনগুলোর পথরেখা তৈরি হবে। যত ঝড়-ঝাপটা, বাধা-বিপত্তি আসুক না কেনো এই পদযাত্রা বাংলাদেশের ৬৪টি জেলায় পৌঁছাবে এবং ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে পদযাত্রার সমাপ্তি হবে।

আরও পড়ুনঃ  মেকআপ না করলে বেশি খুশি হই : সাদিয়া আয়মান

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।