নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ১১:২৩। ১২ জুলাই, ২০২৫।

সিনেমা বন্ধ হতেই ‘অপয়া’ তকমা, ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন বিদ্যা

জুলাই ১০, ২০২৫ ১১:১০
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা বালান। ইন্ডাস্ট্রিতে যিনি উপহার দিয়েছেন একাধিক হিট ছবি। কিন্তু বিদ্যা বালানের এই জার্নি মোটেই সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দুঃসহ অধ্যায় ফের স্মরণ করলেন অভিনেত্রী।

সেই সাক্ষাৎকারে বিদ্যা জানান, ক্যারিয়ারের গোড়ার দিকে একটি মালয়ালম ছবিতে কাজ শুরু করেছিলেন অভিনেত্রী। সেই ছবির নাম ‘চক্রম’। যেখানে বিদ্যার বিপরীতে ছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার মোহনলাল।

আরও পড়ুনঃ  তথ্য উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

সেই ছবির পেছনের গল্প নিয়ে বিদ্যা বলেন, ‘১৫ দিন শুটিং চলল, বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন জানানো হলো, শিডিউল র‍্যাপ। অথচ একবারে পুরো ছবির শুটিং হওয়ার কথা ছিল। তখনও বুঝিনি কিছু সমস্যা চলছে।’

যখন বিদ্যা মুম্বাই ফেরেন, তখন তাকে নিয়ে হইচই শুরু হয়ে যায়। সে সময়ই একসঙ্গে ৮-৯টি ছবির অফার পান। কিন্তু ‘চক্রম’ বন্ধ হয়ে যেতেই সব ছবির অফার বাতিল হয় বিদ্যার; ‘অপয়া’ তকমা জুড়ে দেওয়া হয় বিদ্যার নামের সঙ্গে।
একইসঙ্গে প্রযোজকেরাও ভাবলেন, বিদ্যাই হয়তো ছবির ‘অপশক্তি’। অভিনেত্রী বলেন, ‘প্রতিদিন রাতে কান্না করতে করতে ঘুমাতাম। ভয়াবহ সময় ছিল। বাবা-মা প্রার্থনা করতেন—যেন অন্তত একটা ছবি হয়!’

আরও পড়ুনঃ  চরবাগডাঙ্গা ইউনিয়নে পুলিশ পাহারায় ঈদ উপহারের চাল বিতরণ

অবশেষে ২০০৫ সালে বিদ্যার অভিষেক হয় ‘পরিণীতা’ দিয়ে। ছবিটি সফল হয় এবং বিদ্যার অভিনয় প্রশংসিত হয়। এরপর তিনি বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নেন। সবশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে ‘ভুল ভুলাইয়া ৩’-এ, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।